ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সঙ্গীত নিয়ে ব্যস্ত তাসনিম আনিকা

প্রকাশিত: ২১:৩৫, ১৩ জুন ২০২১

সঙ্গীত নিয়ে ব্যস্ত তাসনিম আনিকা

সংস্কৃতি ডেস্ক ॥ তাসনিম আনিকা ২০১২ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’-এ শীর্ষ দশে ছিলেন। আনিকার বাবা মঈনুদ্দীন আহমেদ চট্টগ্রামের জেমিং ব্যাণ্ডদলের ভোকালিস্ট ছিলেন। বাবার কারণেই মূলত তার শিল্পী হয়ে ওঠা। তাসনিম আনিকা নিজের মিষ্টি কণ্ঠ দিয়ে শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছেন এরইমধ্যে। গেল বছর বন্ধু দিবসে প্রথমবারের মতো আনিকার লেখা ও সুরে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘তাসনিম আনিকা’তে প্রকাশিত হয় তার ও পুজার গাওয়া গান ‘বন্ধু’। প্রথম গানটি করে খুব কাছের কিছু মানুষের কাছ থেকে অনুপ্রেরণা পান আনিকা। এরপর থেকে যেন গান লেখা ও সুর করার প্রতি মনোযোগ আরও বেড়ে যায়। করোনায় লকডাউনের দিনগুলোতে আনিকা এরইমধ্যে আরও বেশকিছু গান লিখেছেন ও সুর করেছেন। ‘বাবুই পাখি’, ‘মন’ শিরোনামের দু’টি গানসহ আরও তিন/চারটি গান তিনি লিখেছেন ও সুর করেছেন। শীঘ্রই গানগুলোর সবধরনের কাজ শেষ করে আনিকার নিজস্ব ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হবে। নিজে গান লেখা সুর করা এবং সঙ্গীত জীবন প্রসঙ্গে আনিকা বলেন, গত বছর লকডাউনের দিনগুলোতেই মূলত গান লেখা এবং সুর করার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। যার প্রথম প্রয়াস ছিল বন্ধু দিবসে ‘বন্ধু’ শিরোনামের গানটি। পেশাগতভাবে মাত্র পাঁচ বছর হলো। এরইমধ্যে একজন গায়িকা হিসেবে শ্রোতা-দর্শকের যে ভালবাসা পেয়েছি তাতে তৃপ্ত আমি। তবে সঙ্গীত নিয়ে অনেক বড় স্বপ্ন আমার। বাবা তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেন। আনিকা প্রথম প্লে-ব্যাক করেন শাকিব খান অভিনীত ‘নোলক’ সিনেমায় ‘জলে ভাসা ফুল’ গানটি। গানটি লেখা এস এ হক অলিকের, সুর সঙ্গীত হৃদয় খানের। এছাড়াও ইফতেখার চৌধুরীর ‘লÐন লাভ’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন আনিকা।
×