ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরোয়ার্ড মতিন মিয়ার প্রত্যাশা ...

প্রকাশিত: ১৯:৫২, ১২ জুন ২০২১

ফরোয়ার্ড মতিন মিয়ার প্রত্যাশা ...

স্পোর্টস রিপোর্টার ॥ পূণ্যভূমি সিলেটের সন্তান তিনি। ২৯ আগস্ট, ২০১৮। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার অভিষেক। ১৯ জানুয়ারি, ২০২০। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করে গোলের খাতা খুলেছিলেন তিনি। এ পর্যন্ত ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ঘরোয়া ক্লাব সাইফ স্পোর্টিংয়ের হয়ে ৩৩ ম্যাচে ৮ গোল এবং বসুন্ধরা কিংসের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল করা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তড়িৎ গতিতে খেলা এবং দুর্দান্ত ড্রিবলিংয়ের কারণে সমর্থকদের কাছে ইতোধ্যেই জনপ্রিয়তা পাওয়া এই ফুটবলারের নাম মতিন মিয়া। ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকার মাঠে ডিয়েগো ম্যারাডোনার মতো ড্রিবলিং করে গোল করে হইচই ফেলে দিয়েছিলেন (লীগ ম্যাচে সাইফের হয়ে, বিপক্ষ মুক্তিযোদ্ধা) মতিন। অভাবের সংসারে অর্থের জোগান দিতে মতিন ঢুকেছিলেন রং মিস্ত্রির কাজে। তারপর হয়ে গেলেন ‘খেপ’ ফুটবলার। তারপর সুযোগ পেয়ে ঢাকায় চলে আসনে ক্লাব ফুটবলে। তারপর জাতীয় দলে। সেই মতিন এখন অবস্থান করছেন কাতারের দোহায়, জাতীয় ফুটবল দলের সঙ্গে, ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই খেলতে। ই-গ্রুপে বাংলাদেশ গত ৯ দিনে দুটি ম্যাচ খেলেছে। ১-১ গোলে ড্র করেছে আফগানিস্তানের সঙ্গে। আর ০-২ গোলে হেরেছে ভারতের কাছে। বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৫ জুন ওমানের বিপক্ষে। এই ম্যাচে ভালো কিছু করার পরিকল্পনা বাংলাদেশের। ওমান কঠিন প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ভালো কিছু উপহার দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে জাতীয় দল, এমনটাই জানালেন ফরোয়ার্ড মতিন মিয়া, আজকে আমাদের বিশ্রাম ছিল। সবাই যে যার মতো বিশ্রাম নিয়েছি। জিম করেছি। গতকাল আমরা খুব ভাল ট্রেনিং করেছি। বল পজিশন, সেটপিস এগুলো নিয়ে কোচ কাজ করেছেন। সবাই কঠোর পরিশ্রম করছি। ইনশাল্লাহ ১৫ তারিখে একটা ভালো ম্যাচ খেলবো সবাই। মতিন আরও যোগ করেন, আমরা শুক্রবারও তাদের (ওমানের) খেলা দেখেছি সবাই মিলে। কোচ আমাদেরকে ম্যাচ নিয়ে অনেক কাজ দিয়েছেন। সবাই সেগুলো করছি, যাতে ওমানের বিপক্ষে ভাল ফুটবল উপহার দিতে পারি।
×