ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংগঠনিক টিম গঠনের নির্দেশ শেখ হাসিনার

প্রকাশিত: ১৯:১০, ১২ জুন ২০২১

সাংগঠনিক টিম গঠনের নির্দেশ শেখ হাসিনার

অনলাইন রিপোর্টার ॥ সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের সমন্বয়ে ‘সাংগঠনিক টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের এই নির্দেশের কথা জানানো হয়েছে। ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সকল শাখায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে সারাদেশে সাংগঠনিক টিম গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব জেলা ও মহানগর শাখার অধীনে উপজেলা, থানা ও পৌর শাখা আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম গঠন করবে। এসব সাংগঠনিক টিম সংশ্লিষ্ট জেলা ও মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে দায়িত্বপ্রাপ্ত উপজেলা, থানা ও পৌর শাখার সাংগঠনিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, একইভাবে সব উপজেলা, থানা ও পৌর শাখার অধীনে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম করবে। এসব সাংগঠনিক টিম সংশ্লিষ্ট উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট শাখার সাংগঠনিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।
×