ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ সন্ধ্যা ৬ টা থেকে ৭ দিনের লকডাউনে যাচ্ছে নড়াইল

প্রকাশিত: ১৫:১৪, ১২ জুন ২০২১

আজ সন্ধ্যা ৬ টা থেকে ৭ দিনের লকডাউনে যাচ্ছে নড়াইল

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় আজ সন্ধ্যা ৬ টা থেকে নড়াইলে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নড়াইল জেলার তিন পৌর এলাকাসহ করোনা সংক্রমন বেড়ে যাওয়া ইউনিয়ন গুলোকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, আজ শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু ৭ দিন এ লকডাউন চলবে নড়াইল পৌরসভা, লোহাগড়া পৌরসভা ও কালিয়া পৌরসভাসহ সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার শাল নগর ইউনিয়ন এলাকায়। এছাড়া লোহাগড়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা প্রশাসন করোনার সংক্রমন বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেবে। করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেবে বলে সভা সূত্রে জানাগেছে। উলেখ্য, করোনায় গত ২৪ ঘন্টায় ৫১ জন আক্রান্ত হন এর মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ১২ ও কালিয়া উপজেলায় ৩ জন।
×