ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরায় দগ্ধ এক গৃহকর্মীকে উদ্ধার

প্রকাশিত: ০০:২০, ১২ জুন ২০২১

উত্তরায় দগ্ধ এক গৃহকর্মীকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় নিয়াসা (১৮) নামে দগ্ধ এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওই গৃহকর্মীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ সময় বাড়ির গৃহকর্ত্রী মেয়েকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘটনাটি কয়েক দিন আগের হলেও বাসায় দগ্ধ গৃহকর্মীকে লুকিয়ে চিকিৎসা দিতে গিয়ে এক চিকিৎসক পরে ট্রিপল ৯৯৯ এ খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, বিকেলে উত্তরা সেক্টর ৯, বাড়ি নম্বর ৭-সি-২০ এ নম্বর ভবনের দোতলা থেকে দগ্ধ ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্ত্রীকে আটক করা হয়। পরে দগ্ধ গৃহকর্মীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে। গৃহকর্মীর গলায় ও ঘাড়ে দগ্ধের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গৃহকর্ত্রীর মেয়ে যেকোন কারণে ওই গৃহকর্মীর গায়ে গরম ভাতের মাড় ঢেলে দিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
×