ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বের দীর্ঘতম পাঁপড়ি

প্রকাশিত: ২২:৩৬, ১২ জুন ২০২১

বিশ্বের দীর্ঘতম পাঁপড়ি

বিশ্বাস করুন আর নাই করুন, এক চীনা নারী বিশ্বের সবচেয়ে বড় চোখের পাঁপড়ির কারণে গিনেজ বুকে নাম লিখিয়েছেন। ইয়ো জিয়ানজিয়া নামের এই নারীর চোখের পাঁপড়ির দৈর্ঘ্য ৮ ইঞ্চি। গিনেস বুকে নাম ওঠার পর ইয়ো জিয়ানজিয়া বলেন, ২০১৫ সাল থেকে আমি বুঝতে পারি যে, আমার চোখের পাতা ও পাঁপড়ি অন্যদের থেকে আলাদা। এটি দ্রুত বড় হয়। প্রথমে আমি এগুলো কাঁচি দিয়ে ছেঁটে ফেলতাম। এরপর কয়েকদিনের মধ্যে এটি আবার বড় হতো। এক পর্যায়ে আমি এটিতে আর কাঁচি লাগাইনি। এরপর এক বন্ধুর পরামর্শে গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। চিকিৎসকরাও ইয়ো জিয়ানজিয়ার চোখের পাঁপড়ি নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছেন। কারণ চোখের পাঁপড়ি কোনভাবেই আট ইঞ্চি হওয়ার কথা নয়। তবে এত বড় চোখের পাঁপড়ি নিয়ে ইয়ো জিয়ানজিয়ার মোটেও অস্বস্তি নেই। তিনি বলেন, বাসার বাইরে গেলে অনেকেই আমার সঙ্গে ছবি তোলে। আমিও আনন্দের সঙ্গে আমার চোখের পাঁপড়ি টেনে ধরে তাদের দেখাই। ইউপিআই অবলম্বনে।
×