ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ২২:৩৫, ১২ জুন ২০২১

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৪ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা আট লাখ ২২ হাজার ৮৪৯ জন। ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়ার মধ্যে পুরুষ ৩০ ও নারী ১৩ জন। মৃত ৪৩ জনের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬, বেসরকারী হাসপাতালে ৬ এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৩২ জনে দাঁড়াল। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মাসের ১১ তরিখে করেনায় মৃত্যুর সংখ্যা ১২ হাজার অতিক্রম করেছিল। সেদিন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ১২ হাজার ৫ জন। সে হিসেবে গত এক মাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ হাজার ২৭ জন। এর আগে ২৫ এপ্রিল মৃত্যুর সংখ্যা ১১ হাজার স্পর্শ করেছিল। সে হিসাবে ১ মাস ১৭ দিনে করোনায় মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। গতবছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এর মাত্র এক মাস পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়। পরে মাত্র ২০ দিনে অর্থাৎ ১০ জুন তা হাজার ছাড়িয়েছিল। মাস না পেরোতেই ৫ জুলাই আরও এক হাজার মানুষ যোগ হয় মৃত্যু তালিকায়। এরপর তালিকায় নতুন এক হাজার যোগ হতে লেগেছিল মাত্র ২৩ দিন। ২৮ জুলাই মৃত্যুর সংখ্যা তিন হাজারে পৌঁছায়। গতবছরের ২৫ আগস্ট মৃত্যুর সংখ্যা চার হাজারে পৌঁছে। এরপর ২২ সেপ্টেম্বর করোনাভাইরাসে দেশে মৃত্যু পাঁচ হাজার ছাড়ায়। ৪ নবেম্বর তা ছয় হাজার ছাড়িয়েছিল। এরপর মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে থাকে। পরবর্তী এক হাজার বাড়তে সময় লাগে ৩৮ দিন। ১২ ডিসেম্বর মৃত্যু সংখ্যা সাত হাজার ছাড়ায়। এ বছরের ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়ায়। ৩১ মার্চ মৃত্যুর সংখ্যা নয় হাজারে পৌঁছে। পরে ২য় ঢেউয়ের ধাক্কায় ৯ হাজার থেকে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছুঁতে সময় লাগে মাত্র ১৫ দিন। এ দিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩০ ও নারী ১৩ জন। মৃত ৪৩ জনের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬, বেসরকারী হাসপাতালে ৬ এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৩২ জনে দাঁড়াল। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারী ও বেসরকারী ৫১০টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬১ লাখ ৪৪ হাজার ৭৭৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হন ২ হাজার ৪৫৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা আট লাখ ২২ হাজার ৮৪৯ জন। আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ১১, খুলনায় ৭ , বরিশালে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৪, ৩১ থেকে ৪০ বছরের ২ এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন রয়েছেন।
×