ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনার মধ্যে ব্রিটেনে ‘মাঙ্কি পক্স’ আতঙ্ক

প্রকাশিত: ২২:৩০, ১২ জুন ২০২১

করোনার মধ্যে ব্রিটেনে ‘মাঙ্কি পক্স’ আতঙ্ক

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারী করোনা প্রকোপের মধ্যে ব্রিটেন নতুন আতঙ্ক হিসেবে ‘মাঙ্কি পক্স’ মাথা চাড়া দেয়ায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের ভেতর উদ্বেগ দেখা দিয়েছে বলে বিবিসিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। খবর মেইল অনলাইনের। উত্তর ওয়েলসে ইতোমধ্যে দুজনের দেহে ভাইরাসজনিত এই রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন সরকারের স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা রিচার্ড ফার্থ। মাঙ্কি পক্স নামে ভাইরাস প্রথম সংক্রমণ ধরা পড়ে নাইজিরিয়ায় ২০১৭ সালে।
×