ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে হাবীবুল্লাহ সিরাজী স্মরণসভা

প্রকাশিত: ২২:২৯, ১২ জুন ২০২১

ফরিদপুরে হাবীবুল্লাহ সিরাজী স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ জুন ॥ একুশে পদকপ্রাপ্ত কবি, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ফরিদপুরের কৃতী সন্তান কবি হাবীবুল্লাহ সিরাজী স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর মুসলিম মিশনের শহরের কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। স্মরণসভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন। সভায় কবি হাবীবুল্লাহ সিরাজীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ বি এম সাত্তার, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা অদ্বয় দত্ত, সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম, নাট্যকার ম আহমেদ নিজাম, কামরুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, কবি হাবীবুল্লাহ সিরাজী বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে। আমাদের সৌভাগ্য তার মতো এক প্রতিভার জন্ম এ জেলায় হয়েছে। আমাদের দুর্ভাগ্য মৃত্যুর পরও তাকে আমরা যথাযথ শ্রদ্ধা জানাতে পারিনি। আমাদের নিজেদের জন্যই হাবীবুল্লাহ সিরাজী জীবন ও কর্ম আমাদের অনুসরণ করতে হবে। এ জাতীয় প্রতিভা সব সময় জন্ম নেয় না। আমাদের তাকে প্রতিনিয়ত জানতে হবে এবং তাকে নতুন করে আবিষ্কার করতে হবে। তবেই আমরা নিজেদের চিনতে ও জানতে পারব এবং সমৃদ্ধ হতে পারব। সভায় কবিতা আবৃত্তি করেন মাজেদুল হক, শুভ রহমান, আলীম আল রাজি, রুবিয়া ইয়াসমিন, তারিন তাসমিন, মাসুদ হোসেন।
×