ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার তরুণ লেখক পাচ্ছেন কালি ও কলম পুরস্কার

প্রকাশিত: ২১:৫৫, ১২ জুন ২০২১

চার তরুণ লেখক পাচ্ছেন কালি ও কলম পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম। দেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশে ২০০৮ সাল থকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে পত্রিকাটি। সেই স্রোতধারায় এ পর্যন্ত পাঁচটি ক্ষেত্রে ৪৩ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করেছে। এ বছর থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ আয়োজনে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশের সাহিত্যের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার প্রত্যয়ে গড়ে উঠেছে এই যৌথ প্রয়াস। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের কালি ও কলম পুরস্কারের জন্য নির্বাচিত চার তরুণ লেখকের নাম ঘোষণা করা হয়। তরুণ কথাশিল্পী ও কবিদের জন্য কাক্সিক্ষত এই পুরস্কারের জন্য মনোনীত চার লেখক হচ্ছেন মোজাফ্্ফর হোসেন, মাসুদ পারভেজ, ইজাজ আহমেদ মিলন ও রণজিৎ সরকার। সাহিত্যের চারটি শাখায় তারা এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। করোনাকালীন বিরূপ সময়েও নবীন লেখকদের কাছ থেকে দারুণভাবে সাড়া পেয়েছে কালি ও কলিম পুরস্কার। আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ অর্জন করেছেন কথাসাহিত্যে ‘তিমির যাত্রা’ গ্রন্থের জন্য মোজাফ্ফর হোসেন। প্রবন্ধ-গবেষণা শাখায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ। মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে ‘১৯৭১ : বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের পুরস্কার পাচ্ছেন ইজাজ আহমেদ মিলন। শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ শিরোনামের গ্রন্থের জন্য নির্বাচিত হয়েছেন রণজিৎ সরকার। বিচারকমন্ডলীর সিদ্ধান্ত অনুসারে এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য গ্রন্থ জমা না পড়ায় এ বছর চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে। আগামী ১৮ জুন শুক্রবার সন্ধ্যা সাতটায় এক অনলাইন অনুষ্ঠানে সাহিত্যের চারটি শাখায় আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার। আয়োজনে আরও বক্তব্য রাখবেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। অনলাইন আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। অনুষ্ঠানটি দেখা যাবে একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেসবুক পেজে। লিঙ্কটি হচ্ছে : এবং ।
×