ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলে বন্দী ফুটবলাররা!

প্রকাশিত: ২১:৩০, ১২ জুন ২০২১

জেলে বন্দী ফুটবলাররা!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমরা এখানে এসেছি গত মাসের ২৮ তারিখ। আসার পর এখানে হোটেলে অবস্থান করেছি। এসে দেখি যে হোটেল আর মাঠ ছাড়া কোথাও বের হতে দিচ্ছে না। কোয়ারেন্টাইনের মধ্যে ছিলাম। বের হতে পারছি না। কিছুদিন আগে সুইমিং করতাম। গত ৫ দিন ধরে সেটাও করতে পারছি না। মন প্রফুল্ল করার জন্য কোথাও যেতে পারছি না। ম্যাচ খেলতে যাচ্ছি, অনুশীলনে যাচ্ছি, হোটেলে ফিরে আসছি। বলতে গেলে আমরা একধরনের পাঁচ তারকা হোটেলের জেলে আছি। আমার ক্যারিয়ারে গত দশ বছরে কোথাও এরকম পরিস্থিতি দেখিনি। আমরা এই পরিস্থিতির মধ্যেও পরের ম্যাচে ওমানের বিপক্ষে খেলতে প্রস্তুতি নিচ্ছি, এর সঙ্গে মানিয়ে নিয়ে ওমানের ম্যাচে মনোযোগ দিতে চেষ্টা করছি।’ কথাগুলো যার তিনি শহীদুল আলম সোহেল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক। ফিফা বিশ্বকাপ বাছাই এবং এএফসি এশিয়ান কাপের বাছাই খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে কাতারের দোহায়। ইতোমধ্যেই লাল-সবুজবাহিনী খেলে ফেলেছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে আফগানিস্তানের সঙ্গে। পরের ম্যাচে ০-২ গোলে হেরে যায় ভারতের কাছে। আগামী ১৫ জুন তাদের শেষ ম্যাচ খেলতে হবে শক্তিশালী ওমানের বিরুদ্ধে। হোটেলে জিম করা, সুইমিং করা এবং কাতার ইউনিভার্সিটি মাঠে প্র্যাকটিস করা ছাড়া আর কিছুই করতে পারছেন না বাংলাদেশের ফুটবলাররা। এক কথায় বলতে গেলে হোটেলবন্দী হয়ে পড়েছেন তারা। কারণটা সহজেই অনুমেয়- করোনা। কোভিড পরিস্থিতিতে হোটেল আর মাঠ ছাড়া বাইরে যেতে পারছেন না তারা। শহীদুল আলম সোহেল জানালেন এ যেন ‘পাঁচ তারকা হোটেলের জেল।’ তারপরও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ওমান ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘ভারতের ম্যাচে ইনজুরি এবং কার্ডের জন্য ওমান ম্যাচে আমাদের বেশ ক’জন মিডফিল্ডার খেলতে পারবেন না। এখন আমরা যারা মিডফিল্ডে আছি আমাদের জন্য চ্যালেঞ্জ এবং বড় দায়িত্ব বলে মনে করি। আমাদের আশা আমরা যারা মধ্যমাঠে খেলি আমরা যদি পজিটিভ ফুটবল খেলি আমাদের জন্য সহজ হবে। ভারত ম্যাচে যা ঘটেছে ভুলে যাবার চেষ্টা করছি। সামনের ম্যাচ নিয়ে কোচ চেষ্টা করছেন। ওমানের ম্যাচে কিভাবে খেললে ফলাফল ভাল হবে। আমাদের কোন্ কোন্ পজিশনে দুর্বলতা আছে কোচ সেটা নিয়ে কাজ করছেন।’ আবদুল্লাহ মনে করেন নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ওমান ম্যাচেও ভাল কিছু করা সম্ভব। এখন দেখার বিষয় ওমান ম্যাচে কেমন করে লাল-সবুজবাহিনী।
×