ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম বিচারক

প্রকাশিত: ২১:২১, ১২ জুন ২০২১

মার্কিন ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম বিচারক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। নিউ জার্সির ম্যাজিস্ট্রেট কুরাইশিকে ফেডারেল বিচারক হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়ন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটর সায় পেয়েছে বলে জানিয়েছে। রয়টার্স। পাকিস্তানী বংশোদ্ভূত এবং ফেডারেল ও সেনাবাহিনীর সাবেক এক বিচারকের সন্তান কুরাইশির মনোনয়ন ৮১-১৬ ভোটে পাস হয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে। ভোটভুটির সময় কুরাইশির মনোনয়নের পক্ষে বক্তব্য দিয়ে গিয়ে সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোন মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে। শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, পেশার ক্ষেত্রেও আমাদের বৈচিত্র্য বাড়াতে হবে। আমি জানি প্রেসিডেন্টও আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন, বলেন শুমার। এই নিয়োগের বিষয়ে বিচারক কুরাইশির কোন বক্তব্য জানা যায়নি। ২০১৯ সালে নিউ জার্সিও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে সেখানকার ফৌজদারি আইনজীবী হিসেবে কাজ করেছেন ‘রিকার ড্যানজিগ শেরার হাইল্যান্ড এ্যান্ড পেরেত্তি ‘ল ফার্মে’। সহকারী এ্যাটর্নি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী কাউন্সেল এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর (ইউএস আর্মি জাজ এ্যাডভোকেট জেনারেল’স কোর) আইনজীবী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে জাহিদ কুরাইশির। সেনাবাহিনীর হয়ে ২০০৪ ও ২০০৬ সালে ইরাকও সফর করেছেন তিনি। সিনেট বৃহস্পতিবার কলাম্বিয়ার জেলা জজ কেতানজি ব্রাউন জ্যাকসনের ডিসি সার্কিটের আপীল বিভাগের বিচারক হিসেবে পদোন্নতির বিষয়টিও অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশি ও জ্যাকসনের সঙ্গে আরও নয়জন বিচারককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক।
×