ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপ্লবী লীলা রায়ের প্রয়াণ দিবসে স্মৃতি তর্পণ

প্রকাশিত: ২১:০৮, ১২ জুন ২০২১

বিপ্লবী লীলা রায়ের প্রয়াণ দিবসে স্মৃতি তর্পণ

সংবাদদাতা দোহার-নবাবগঞ্জ, ১১ জুন ॥ নবাবগঞ্জে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের বিপ্লবী নেত্রী লীলা রায়ের ৫১তম প্রয়াণ দিবসে স্মৃতি তর্পণ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির নবাবগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও মহামারী করোনা রোগ মুক্তির প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় কলাকোপা পোদ্দারবাজার কালীমন্দিরে এ অনুষ্ঠান করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি নবাবগঞ্জ শাখা এর আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ঢাকা জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোটে দীপঙ্কর সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রকৌশলী বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি নবাবগঞ্জ শাখা সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বক্সী। প্রধান অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব আশিষ কুমার সরকার। সংগঠনটির নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অরুণ কৃষ্ণ পাল, সরকারী দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক গৌর মহন দাশ,কলাকোপা ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল। সভা শেষে মহামারী করোনা রোগ থেকে মুক্তির প্রার্থনা করা হয়।
×