ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে দুই ভাই খুন

প্রকাশিত: ২১:০৩, ১২ জুন ২০২১

সাভারে দুই ভাই খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ জুন ॥ সাভারে নাজমুল (১৭) ও রায়হান (১৮) নামে খালাত দুই ভাইকে খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়ার রতনের ছেলে এবং নাজমুল একই এলাকার নেছার মোল্লার ছেলে। তারা সম্পর্কে একে অপরের খালাত ভাই। রায়হান সাভারের হেমায়েতপুরের উত্তর যাদুরচর এলাকায় তার পরিবারের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করত। জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল বরিশাল থেকে সাভারের হেমায়েতপুর এলাকায় খালাত ভাই রায়হানের বাড়িতে বেড়াতে আসে। এদিন সন্ধ্যার পর তারা দুজন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে শুক্রবার সকালে স্থানীয়রা ভাকুর্তার হারুলিয়া এলাকায় একটি পাটক্ষেতে রায়হান ও প্রায় বিশ গজ দূরে নাজমুলের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যার পর ওই এলাকায় মৃতদেহটি ফেলে রেখে গেছে। শেরপুরে হামলায় বৃদ্ধ নিহত নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজির আলী বদন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া নিজ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত নাজির স্থানীয় মৃত চিনু শেখের ছেলে। হামলায় নাজিরের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও প্রতিবেশী আল আমিনের ছেলে মনির হোসেন (২৫) আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে সদর উপজেলার হাওড়া নিজ গ্রামের নাজির আলীর সঙ্গে প্রতিবেশী জমসেদ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ সীমানায় গোবর ফেলা নিয়ে জমসেদের ছেলে তোরমান আলীর সঙ্গে নাজির আলীর বাগবিতন্ডা হয়। নেত্রকোনায় কিশোর নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, মদন উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর রিজান (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় থানা পুলিশ খাগুরিয়া এলাকায় একটি পাট খেত থেকে লাশটি উদ্ধার করে। পরে শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রিজান মদন উপজেলার জাহাঙ্গীপুর পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। সে পেশায় ইজিবাইক চালক ছিল। জানা গেছে, রিজান প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার ইজিবাইক নিয়ে বের হয়। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে বুধবার তার অভিভাবকরা মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
×