ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বোরোর বাম্পার ফলন

প্রকাশিত: ২১:০২, ১২ জুন ২০২১

ঠাকুরগাঁওয়ে বোরোর বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ জুন ॥ জেলায় এবার আবহাওয়া অনুকূল আর কোন রোগ-বালাই না থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারেও মোটামুটি ভাল দাম পাওয়ায় কৃষকের মনে খুশির আমেজ বিরাজ করছে। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ধান কাটার সময় এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন কৃষক সোলেমান আলী। শুধু সোলেমান নয়, তার মতো জেলার অনেক চাষীই আনন্দে নিজের ধান কাটছেন। স্বল্প খরচে অনেক ভাল ফলন পেয়েছেন কৃষকরা। মহামারী করোনায় দীর্ঘদিন ধরে মুখে হাসি না থাকলেও ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় কৃষি অধিদফতরের তথ্য মতে, এবার জেলায় ৫৮ হাজার ৪শ’ ৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৫৮ হাজার ৯৯০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ২ লাখ ৫৪ হাজার ৯০৭ মেট্রিক টন। এ পর্যন্ত জেলায় ৮৫ শতাধিক বোরো ধান কর্তন হয়েছে এবং ধানের বাম্পার ফলনে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি অধিদফতরের। সরেজমিনে দেখা যায়, আনন্দের সঙ্গে ধান কাটছেন পুরুষ ও নারী শ্রমিকরা। কেউ ধান কাটছেন, কেউ সেই ধান তুলে নিয়ে যাচ্ছেন মাড়াইয়ের জন্য। মাড়াই শেষে বস্তা ভর্তি ধান মাঠ থেকে চলে যাচ্ছে কৃষকের উঠানে। তাতে কৃষকের আনন্দ যেন ঈদের আনন্দের চেয়ে কোন অংশ থেকে কম নয়। কথা হয় কৃষক আব্দুল করিমের সঙ্গে। তিনি বলেন, এবার ৩ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলন অনেক ভাল হয়েছে। গতবার করেছিলাম কিন্তু তেমন ফলন ছিল না। এবার অল্প খরচে অনেক বেশি লাভবান হব আমরা। প্রতি বিঘায় ১০-১৫ হাজার টাকা করে লাভ হবে বলে আশা করছি। আরেক কৃষক শামসুল বলেন, ৬ বিঘার মতো জমিতে বোরো ধান করেছি। ফলনে আমিসহ আমার পরিবারের সবাই অনেক খুশি। এবারে বেশি ফলন হওয়ার কারণ আবহাওয়া ভাল ছিল। ধানের প্রতিটি শীষ যেন সোনার মতো জ্বলছে। ধানের এমন বাম্পার ফলন দেখে মন জুড়ে যায়। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, এবার জেলায় আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি ফলন হবে। সেইসঙ্গে এবার কৃষকরা বোরো ধানের ভাল দাম পাচ্ছেন। এই অবস্থা অব্যাহত থাকলে আগামীতে বোরো ধানসহ যেকোন ফসল চাষে কৃষকরা অনেক বেশি উৎসাহিত হবেন।
×