ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১০

প্রকাশিত: ২০:৫৭, ১২ জুন ২০২১

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ জুন ॥ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার সকালে সীমান্তের যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ নারী, ৪ শিশু ও ২ জন পুরুষ রয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্তার শেখের ছেলে মোঃ মিঠু হোসেন (২৬), তার স্ত্রী ফজিলা খাতুন (২১), মেয়ে মোছাঃ রাবেয়া আক্তার (০৫), খুলনা জেলার ফুলতলা থানার বানিয়া পুকুর গ্রামের মৃত তুষার কান্তী সরকারের স্ত্রী শ্রাবনী সরকার (৪৭), নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের কাকা মিয়া মোল্লার ছেলে মোঃ আলম মোল্লা (২২), একই থানার মহিষখোলা গ্রামের শামীম মোল্লার স্ত্রী রোকসানা বেগম (২৬) তার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (০৭) এবং নুর নবী মোল্লা (০২), একই গ্রামের মিন্টু মোল্লার স্ত্রী মোছাঃ আফসানা আক্তার মিম (২২), তার ছেলে মোঃ মিনহাজুল ইসলাম (০২)। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যে ভিত্তিতে তারা সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেসময় যাদবপুর বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তে আটক ৩ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে একই পরিবারের তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার পাটনাখালি গ্রামের মহাদেব মন্ডলের ছেলে ক্ষীতিশ মন্ডল (৩৫), তার স্ত্রী মুক্তা মন্ডল (২৬) ও শিশু কন্যা প্রেমা মন্ডল (১০)।
×