ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপ্রাপ্তবয়সে বিয়ে ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ২০:৫৫, ১২ জুন ২০২১

অপ্রাপ্তবয়সে বিয়ে ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ জুন ॥ পত্নীতলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরমীন নামে এক কিশোরীকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার নজিপুর পৌরসভার নতুন হাট কলেজপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে স্কুলছাত্রী আরমীনের সঙ্গে মহাদেবপুর উপজেলার মাতাজীহাট রাইগাঁ এলাকার মকবুল হোসেনের ছেলে আলামিন হোসেনের (১৮) বৃহস্পতিবার দুই পরিবারের সম্মতিক্রমে বিয়ে ঠিক হয় এবং নজিপুর ইউপির বিয়ে রেজিস্ট্রার সামশুল হুদার সহকারী নজিপুর নতুনহাট এলাকার এমদাদুল হকের বাড়িতে দুই পরিবারের সদস্যদের নিয়ে উক্ত বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়। বিয়ে পড়ান নতুনহাট এলাকার জামে মসজিদের মৌলভী ইসমাইল হোসেন। বৃহস্পতিবার রাতে বিয়ে পড়ানো শেষে ইজিবাইকে করে যাওয়ার পথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার জানান, খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাদের রাস্তা থেকে আটক করা হয় এবং বর কনে দু’জনেই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী দুই পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে নয়, এই শর্তে দুই পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
×