ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর শতভাগ স্টেনজার বসেছে ॥ রেলওয়ে স্ল্যাব বাকি ১৫টি

প্রকাশিত: ২০:৪৬, ১১ জুন ২০২১

পদ্মা সেতুর শতভাগ স্টেনজার বসেছে ॥ রেলওয়ে স্ল্যাব বাকি ১৫টি

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর রেলপথের শতভাগ স্টেনজার বা গার্ডার (পাটাতন) বসানোর কাজ শেষ হয়ে গেছে। ১২ ও ১৩নং স্প্যানের মাঝখানে ফাকাঁ অংশে সর্বশেষ স্টেনজারটি বৃহস্পতিবার বসিয়ে দেয়া হয়েছে। প্রতিটি স্টেনজারের উপরই রেলওয়ে স্ল্যাব বসানো হয়। প্রতিটি স্টেনজারে ৮টি করে স্ল্যাব বসে। প্রতিটি স্প্যানের মাঝের ফাঁকা স্থানে স্টেনজার (পাঁটাতন) বসানো হয়। স্প্যানের উপর বসানো বিয়ারিংয়ের উপর স্থাপন করা হয় স্টেনজার। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নং পিয়ারের উপর পদ্মা সেতুর ১ম স্প্যানটি বসানো হয় আর ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানোর মাধ্যমে পূনাঙ্গ পদ্মা সেতু দৃশ্যমান হয়। ৪২টি পিয়ারে ৪১টি স্প্যান তার উপর ১৩১২টি স্টেনজার। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে স্টেনজার বসানো শুরু হয়ে ১০ জুন ২০২১ বৃহস্পতিবার ২ বছর ৮ মাস ১৫ দিনে তা শতভাগে সম্পন্ন হলো। তবে বিলম্ব হয়েছে গত বর্ষা মৌসুমে ৩১ জুলাই ২০২০ প্রমত্তা পদ্মা ভাঙ্গনে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডে রক্ষিত পদ্মা সেতুর ১৯২টি রেলওয়ে স্টেনজার নদীর পানিতে বিলীন হয়ে বালির নিচে চাপা পরে যায়। পরে বিলীনের ৫ মাস পর নদীর পানি কমলে প্রতিটি সাড়ে ৭টন ওজনের স্টেনজার তুলে পদ্মাতীরের ইয়ার্ডের পাশে রাখা হয়। পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, দীর্ঘ সময় পানির নিচে থাকায় পানিতে তলিয়ে যাওয়া স্টেনজার আর পদ্মা সেতুতে ব্যবহার করা হয়নি। নতুন করে ইউরোপের দেশ লুক্সেমবার্গ থেকে শীপে করে ১৯২টি স্টেনজার এনে সেতুতে স্থাপন করা হলো। এর ফলে সেতুর নিচতলার রেলপথ মাওয়া টু জাজিরা যুক্ত হলো। এখন স্টেনজারের উপর দিয়ে হেঁটে এপার ওপার যাওয়া আসা যাবে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতুর দুই প্রান্তে ৩.১৪ কিলোমিটার সংযোগ সেতু দুই লেন উঠবে দুই লেন নামবে করে যুক্ত করা হলো। পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২৯৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে ২৯৪৪ টি বসানো হয়েছে। স্থাপন বাকি ১৫টি যা চলতি মাসের যে কোন দিন বসানো হয়ে যাবে। সেতুর উপরের অংশে রোডওয়ে স্ল্যাব বসবে ২৯১৭টি। বসানো হয়েছে ২৬৫৭টি, বাকি ২৬০টি যা আগামি সেপ্টেম্বর মাস নাগাদ বসানো সম্পন্ন হবে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, টার্গেট মাফিক কাজ চলছে উত্তাল পদ্মা, বর্ষা আসছে তবে সেতুর কাজ থেমে থাকবে না। সেতুর সড়ক পথের স্লাবের ওপর পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।
×