ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্টেডফাস্ট কুরিয়ারে জিয়নের স্বপ্ন

প্রকাশিত: ২০:৪২, ১২ জুন ২০২১

স্টেডফাস্ট কুরিয়ারে জিয়নের স্বপ্ন

আইটি ডট কম প্রতিবেদক ॥ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর আধুনিক ধারার লজিস্টিক সার্ভিস কোম্পানি তৈরি করার স্বপ্ন দেখেন কে এম রিদওয়ানুল বারী জিয়ন। তারুণ্যদৃপ্ত সময়টাতে তার উদ্যোক্তা হবার স্বপ্নটা ছিলো সুবিশাল। ই-কমার্স ফ্রেন্ডলি স্মার্ট লজিস্টিক সার্ভিস প্রদানের উদ্দেশ্যেই এই উদ্যোগ দাঁড়াতে সময় লাগেনি বেশি। বর্তমানে দেশের ই-কমার্স সংশ্লিষ্টদের কাছে আস্থার নাম ‘স্টেডফাস্ট কুরিয়ার’। জিয়ন তার পুরো সাপ্লাই চেন এমনভাবে সাজিয়েছেন যে তাদের সকল উদ্যোক্তা মার্চেন্ট হাসিমুখে তাদের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির সিইও জিয়ন ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) এফ-কমার্স এলায়েন্সের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। স্টেডফাস্টের অফিসে তরুণ এই সিইওর সঙ্গে আলাপকালে তিনি জনকণ্ঠকে জানান, একেকটা উৎসবে আমাদের এই শিল্প দারুণভাবে বড় হয়, আমরা ই-কমার্স শিল্পের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ যে আমাদের এই অগ্রযাত্রার মূল কারণ দেশে ই-কমার্সের উত্থান। এখন মানুষ যে কোন প্রয়োজনে ই-কমার্সের সাহায্য নিতে চায়, সেই প্রেক্ষাপটে আমাদের এই কুরিয়ার প্রতিষ্ঠানগুলোও বড় হচ্ছে। আমাদের স্টেডফাস্ট কুরিয়ার এখন উদ্যোক্তাদের জন্য পুনর্শক্তির টিম নিয়ে কাজ করছে। অফিস পরিদর্শনে তিনি নিজেই নিয়ে গেলেন আর জানালেন, প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত এখন পাঁচ শতাধিক মানুষ আর ৬ হাজারের বেশি উদ্যোক্তা। প্রতিনিয়ত সার্ভিস সেরামানে রাখতে ঢাকার নানান জায়গায় রয়েছে ওয়্যারহাউস আর পরিকল্পনা হচ্ছে আরও বড় ব্যাপ্তিতে কাজ করবার।
×