ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ই-কমার্স লার্নিংয়ে ই-বিজনেস স্কলার

প্রকাশিত: ২০:৩৯, ১২ জুন ২০২১

ই-কমার্স লার্নিংয়ে ই-বিজনেস স্কলার

আইটি ডট কম প্রতিবেদক ॥ দেশে চলছে ই-কমার্সের সুসময়। কিন্তু এই সেক্টরে পড়াশোনা করে নলেজ নিয়ে ব্যবসায়ী হওয়া মানুষের সংখ্যা নিয়ে প্রশ্ন খোদ ই-কমার্স নিয়ে বড় আঙ্গিকে কাজ করা প্রায় সবারই। জানা গেল, দেশে বর্তমানে ই-কমার্সের বাজার বেড়েছে বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে। জার্মান ওয়েব পোর্টাল স্ট্যাটিস্টার হিসেবে বলছে, ২০২০ সালে বৈশ্বিক ই-কমার্স ব্যবসার বাজারের আকার দাঁড়াবে দুই লাখ কোটি ডলার। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড জানায়, ২০১৮ সালে বিশ্বের ১৪০ কোটির বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করেছে, যা বিশ্বের জনসংখ্যার এক-চতুর্থাংশ। দক্ষিণ এশিয়ার ধাবমান অর্থনীতির দেশ বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশেও ই-কমার্স জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে ই-কমার্স মূলত ২০১০ সালে শুরু হলেও ২০১৬ সালে এর ব্যপক প্রসার ঘটে। শুরুতে ২০১০-১১ সালে বাংলাদেশে ই-কমার্সে মোট ব্যবসার পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। এর পরের বছর ১৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য প্রবৃদ্ধি হয়ে থাকে। বর্তমান প্রবৃদ্ধিও শতভাগের ওপর। বাংলাদেশ ই-কমার্স এ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য রয়েছে ১৫০০ জনের বেশি। কিন্তু এর বাইরেও প্রচুর এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে যারা নিজেদের উদ্যোগে উদ্যোক্তা হয়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বাংলাদেশে ই-কমার্স লার্নিংয়ের প্লাটফর্ম ভীষন জনপ্রিয় হয়ে উঠেছে, নাম ‘ই-বিজনেস স্কলার’। ই-লার্নিং এর মাধ্যমে তারা ১০০০ এর অধিক উদ্যোক্তাদের ফ্রি ট্রেনিং এবং মেন্টরিং করিয়েছে। ই-কমার্স এর ট্রেনিং এ্যান্ড মেন্টরিং এর জন্য এটি-ই বাংলাদেশের প্রথম লার্নিং প্লাটফর্ম। ফেসবুক গ্রুপটিতে গড়ে উঠেছে ই-কমার্স খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের নানান বিষয়ে শিক্ষনীয় টপিক, এসেছে এ সেক্টরের মৌলিক কিছু বিষয় আর এই লার্নিং প্লাটফর্মটি থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে সব গুরুত্বপূর্ণ টপিকে সেমিনার। এছাড়াও ইউটিউব চ্যানেলে ই-কমার্স ভিত্তিক বিভিন্ন টিউটোরিয়াল, টিপস এ্যান্ড ট্রিকস শেয়ার করার মাধ্যমে উদ্যোক্তাদের নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনলাইনেই বাসায় বসে দেশের প্রত্যন্ত অঞ্চল এবং বিদেশ থেকেও উদ্যোক্তারা ই-বিজনেস স্কলারের অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ফেইসবুক গ্রুপটির মাধ্যমে বিভিন্ন বিষয় শিখছেন।ই-বিজনেস স্কলার এর মূল ভাবনা যার, উদ্যোক্তাদের মেন্টর ও দেশের ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পরিচালক সাঈদ রহমান বলেন-সরকারীভাবে দেশে প্রথম ২০১৬ ই-কমার্সের ওপর ট্রেনিং কার্যক্রম শুরু হয়, ট্রেনিংটি যৌথভাবে আয়োজন করেছিল আইসিটি ডিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ই-ক্যাব, তখন ওই ট্রেনিংয়ের সিলেবাস প্রণয়নে এবং ট্রেনিং কোর্ডিনেটর হিসেবে আমি দায়িত্ব পালন করি, তখনই আমি প্রথম অনুধাবন করতে পারি ই-কমার্স বিজনেস এ লার্নিংয়ের কোন বিকল্প নাই। এবং বাংলায় ই-কমার্স বিজনেসের লার্নিংয়ের কোন বই ছিল না, তখনই প্রথম বই লেখার কাজে হাত দেই এবং ওই প্রজেক্ট এর পর থেকে আমি নিয়মিত ভাবে ই-কমার্স উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। একজন ই-কমার্স ব্যবসায়ী হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই মূলত ট্রেনিংগুলো হয়ে থাকে। আমার সেই ট্রেনিং এর প্রাতিষ্ঠানিক রূপ দিতেই ই-বিজনেস স্কলার কে প্রতিষ্ঠিত করেছি। এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ট্রেনিং এ্যান্ড মেন্টরিং এ আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট : www.ebusinessscholar.com
×