ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ২০:০১, ১১ জুন ২০২১

মাগুরায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় পাটের বাম্পার ফলন আশা করছে কৃষক । পাটের গাছ পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছে । গ্রামের পাট ক্ষেতগুলি বর্তমানে কৃষকের পদচানায় মুখোরিত হয়ে উঠেছে । শ্রাবন মাসে পাট কেটে সেই জমিতে কৃষক রোপা আমন ধানের চাষ করবে । জানাগেছে ,মাগুরায় পাটের গাছ পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছে । পাটের বাম্পার ফলন আশা করছে কৃষক । এবছর সময মতো বৃষ্টিপাতের কারনে এবছর পাট গাছ লম্বা ও বড় হয়েছে। কৃষক ভালো ফলনের আশা করছে। গ্রামের পাট ক্ষেতগুলি বর্তমানে কৃষকের পদচানায় মুখোরিত হয়ে উঠেছে । কৃষি বিভাগ সুত্রে জানাযায় , এবছর মাগুরায় ৩২ হাজার ২৫০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে । শ্রাবন মাসে পাট কেটে কৃষক সেই জমিতে রোপা আমন ধানের চারা রোপন করবেন। গত মৌসুমে পাটের রেকর্ড দামের কারনে কৃষক এবছর ভালো ফলন ও দাম আশা করছে। কৃষি বিভাগ আরও জানায় পাট চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে ।
×