ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগের সাবেক দুই নেতার বিরুদ্ধে চার্জশীটের অনুমোদন দিয়েছে দুদক

প্রকাশিত: ০০:৪৪, ১১ জুন ২০২১

যুবলীগের সাবেক দুই নেতার বিরুদ্ধে চার্জশীটের অনুমোদন দিয়েছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন অনৈতিক ব্যবসার মাধ্যমে প্রায় ৮৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের সাবেক নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য জানান। দুদক সচিব জানান, তদন্তকালে আসামি মোঃ এনামুল হক এনুর বিরুদ্ধে ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার সহযোগী হারুনুর রশিদ ও আবুল কালাম আজাদ এনামুল হক এনুকে মোট ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখতে প্রত্যক্ষ সহায়তা করেন। এ জন্য তাদের নামও চার্জশীটে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে ৩৭ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৯৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে চার্জশীটে। দুদক জানায়, মানিলন্ডারিং অপরাধ করায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশীট অনুমোদন দেয়া হয়।
×