ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুককে ছাড়িয়ে এন্ডারসনের ইতিহাস

প্রকাশিত: ২৩:৪৬, ১১ জুন ২০২১

কুককে ছাড়িয়ে এন্ডারসনের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে খেলতে নেমেই নতুন ইতিহাস গড়েন জেমস এন্ডারসন। কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। ইংলিশদের হয়ে এই রেকর্ডটা এতদিন নিজের করে রেখেছিলেন এ্যালিস্টার কুক। সর্বোচ্চ ১৬১ টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই সাবেক এই অধিনায়কের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এ্যান্ডারসন। বার্মিংহ্যামে এবার কুককে ছাড়িয়েও গেলেন। অনন্য এই কীর্তিতে রোমাঞ্চিত এ্যান্ডারসন, ‘এতো দূর এসেছি তা বিশ্বাস করতে পারছি না আমি। এই সফরটা সত্যিই বিস্ময়কর।’ ১৬২ টেস্টে ৬১৬ উইকেট শিকার করেছেন ৩৮ বছর বয়সী এন্ডারসন। এই ফরর্মেটে যে কোন পেসারের সর্বোচ্চ। সবমিলিয়ে ৬১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থস্থানে অবস্থান করছেন তিনি। আর ৪ উইকেট পেলে ভারতের সাবেক স্পিনার অনীল কুম্বলেকেও ছাড়িয়ে যাবেন ১৮ বছর আগে লর্ডসে অভিষেক ঘটা এই ইংলিশ পেসার। এন্ডারসনের মাইলফলক স্পর্শের টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে শুরুতেই বড় ধাক্কা খায় জো রুটের দল। ৮৫ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠায় নিউজিল্যান্ড। তবে হেনরি-ওয়াগনারদের রুখে স্বাগতিকদের হাল ধরেন ররি বার্নস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহে ৩ উইকেটে ১১৫ রান। ১৪৩ বল খেলে ৫ চারের সৌজন্যে ৫২ রানে অপরাজিত থাকেন বার্নস। অন্যপ্রান্তে ১১ রানে ব্যাট করছেন ওলি পোপ। ইংল্যান্ডের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডোম সিবলি (৩৫) আর রুটের উইকেট দুটি নেন ম্যাট হেনরি। রানের খাতা খুলার আগে জ্যাক ক্রাইলিকে প্যাভিলিয়নের পথ দেখান নেইল ওয়াগনার।
×