ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওমানের বিরুদ্ধে তরুণরাই জেমির ভরসা

প্রকাশিত: ২৩:৪৫, ১১ জুন ২০২১

ওমানের বিরুদ্ধে তরুণরাই জেমির ভরসা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ কাতার ২০২২’ ও ‘এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩’ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড-২)-এর খেলা উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারের দোহায় অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে সকালে জিম সেশন সম্পন্ন করে। এছাড়া কাতার ইউনিভার্সিটি মাঠে বিকেলে প্র্যাকটিস সেশন সম্পন্ন করে। আজ শুক্রবার সকালে জিম ও বিকেলে প্র্যাকটিস সেশন সম্পন্ন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১৫ জুন ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু বাংলাদেশ দল এখন যেন ভাঙ্গাচোরা। কেননা কাতার করোনা ও চোটের জন্য কাতার যেতে পারেননি ৫ ফুটবলার। আবার কাতারে চোটের কারণে ২ ও কার্ড সমস্যার কারণে আরও ৩ ফুটবলার ... মোট ৫ ফুটবলার এখন ওমান ম্যাচে খেলতে পারবেন না। ফলে এ নিয়ে দারুণ ঝামেলা পোহাচ্ছেন দলের হেড কোচ জেমি ডে। এখন ওমান ম্যাচের আগে ৫ দিন সময় পেয়েছেন তিনি। এই সময়ের মধ্যে দলের বাকি ফুটবলারদের যতটা সম্ভব শাণিত করে নিতে চান তিনি। যেহেতু জামাল-সোহেল রানাদের মতো অভিজ্ঞ বেশিরভাগ ফুটবলারই নেই, সেহেতু জেমি এখন নজর দিচ্ছেন দলের তরুণ ফুটবলারদের দিকে। যে ফুটবলারদের আগের ম্যাচে ঠাঁই হয়নি মূল একাদশে। এখন তাদের নিয়েই লড়াই করতে হবে জেমিকে। তাই তরুণ ফুটবলারদের ভুল ত্রæটিগুলো শুধরে নিয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টায় এই ইংলিশ কোচ। বৃহস্পতিবার অনুশীলন শেষে তরুণ ডিফেন্ডার মোহাম্মদ ইমন বলেন, ‘আমরা এখন কাতারে আছি। যেহেতু ১৫ জুন ওমানের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। আশাকরি ভাল খেলা উপহার দেব। কার কি ভুল ত্রæটি আছে সেগুলো নিয়ে কোচ এখন কাজ করছেন। বিশেষ করে আমরা নতুন যারা এসেছি তাদের নিয়ে। আশাকরি ওমানের বিপক্ষে ভাল একটা ম্যাচ আমরা উপহার দিতে পারব।’ আরেক তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বলেন, ‘ওমান শক্তিধর দল। আমরা চেষ্টা করব তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার। এই ম্যাচে অনেকে কার্ডজনিত সমস্যায় খেলতে পারবেন না। এখন যারা আছেন তারাই খেলবেন। ব্যক্তিগতভাবে আমি যদি ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে ভাল কিছু করার চেষ্টা করব।’ কোভিড পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি থাকা হোম ম্যাচগুলো বাংলাদেশকে খেলতে হচ্ছে কাতারে। প্রথম ম্যাচে শক্তিধর আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলের ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ দল। ওমান ম্যাচের আগে তিন হলুদ কার্ড আর ইনজুরিতে দলের অন্যতম ২ ফুটবলারকে খেলাতে পারবেন না তিনি। আগের দেখায় ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। তারপরও এই ম্যাচেও পয়েন্ট অর্জনের দিকে দৃষ্টি ৪১ বছর বয়সী ইংলিশ কোচের, ‘বাছাইয়ের শেষ ম্যাচে আমাদের প্রতিপক্ষ ওমান। তারা খুবই ভাল দল। র‌্যাঙ্কিংয়ে তারা ভারতের চেয়ে এগিয়ে। শেষবার যখন তাদের বিপক্ষে খেলেছিলাম, ৪০-৪৫ মিনিট ভাল করেছিলাম। তারা তাদের মান দেখিয়েছিল। আমরা চেষ্টা করব পয়েন্ট নেয়ার। যদি কিছু পাই তাহলে সেটা হবে দারুণ অর্জন।’
×