ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবপাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩৮, ১১ জুন ২০২১

মানবপাচারকারী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ বহুদিন ধরে পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের দাবি ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং তিনি অবৈধভাবে প্রায় ২০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। খবর এএনআইয়ের। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে গত ৭ জুন বিএসএফের গোয়েন্দা শাখার সদস্যরা কলকাতার গোজাডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। এক বিবৃতিতে বিএসএফ বলেছে, এক ব্যক্তিকে গোজাডাঙ্গা চেকপোস্ট দিয়ে আসতে দেখা যায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিকে তাকে দাঁড় করিয়ে তল্লাশি করেন গোয়েন্দারা।
×