ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রুলের শুনানি ৭ জুলাই

প্রকাশিত: ২৩:৩৭, ১১ জুন ২০২১

হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রুলের শুনানি ৭ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রæপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। এদিকে দেশের ৩৯ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ২০ হাজার ১৮১টি মামলার জামিন শুনানি ভার্চুয়াল পদ্ধতিতে নিষ্পত্তি হয় এবং মোট ৬১ হাজার ৬৩০ জন ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হন। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রæপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করে।
×