ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি

প্রকাশিত: ২৩:৩৬, ১১ জুন ২০২১

নেপালে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি

স্টাফ রিপোর্টার ॥ নেপালের কোভিড-১৯ এ আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি। বৃহস্পতিবার সমিতির পক্ষ থেকে ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ডাঃ বংশীধর মিশ্রের কাছে চিকিৎসা সামগ্রী তুলে দেন সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মনজুর হোসেন। মহামারীর এই সময় নেপালের শিশুদের জন্য বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির এই উপহারের জন্য রাষ্ট্রদূত সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যাপক ডাঃ মনজুর হোসেন বলেন- এই দুর্যোগে নেপালের শিশুদের পাশে দাঁড়ানো বাংলাদেশের শিশু চিকিৎসক সমিতি কর্তব্য বলে মনে করে। নেপাল দূতাবাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চীফ অব মিশন, অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন, অধ্যাপক ডাঃ সাকিল আহম্মদ, অধ্যাপক ডাঃ মেসবা হউদ্দীন, অধ্যাপক ডাঃ আজাদ চৌধুরীসহ নেপাল দূতাবাসের অন্যান্য কূটনীতিকবৃন্দ।
×