ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীমান্ত এলাকার করোনা রোগীর চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হবে

প্রকাশিত: ২৩:৩৫, ১১ জুন ২০২১

সীমান্ত এলাকার করোনা রোগীর চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তবর্তী জেলা-উপজেলায় করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিএসএমএমইউর গাইডলাইন অনুযায়ী সেখানকার করোনা আক্রান্ত রোগীর যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে দ্রæত সংক্রমিত জেলা-উপজেলার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনা হবে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবাদানের সঙ্গে সংশ্লিষ্ট ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের বিএসএমএমইউ থেকে ভার্চুয়ালি একযোগে এই প্রশিক্ষণ দেয়া হবে। উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিত্যনতুন অর্জিত জ্ঞান অন্য চিকিৎসকদের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে তাঁরা রোগীকে সঠিক চিকিৎসাসেবা দিতে পারেন। সীমান্তবর্তী জেলা-উপজেলার করোনা আক্রান্ত রোগী যাতে ঢাকামুখী না হয় সেজন্য সেখানকার হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করতে হবে। উপাচার্য আরও বলেন, রোগীকে আপনজন মনে করে আপনজনের মতোই সম্বোধন করে তাঁদের সেবা দিতে হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এ বøক অডিটরিয়ামে করোনা আক্রান্তদের চিকিৎসাসেবাদানের সঙ্গে সংশ্লিষ্ট ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে চিকিৎসকদের সাহস দান ও মনোবল বৃদ্ধি করতে অত্যন্ত মূল্যবান বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ একেএম মোশাররফ হোসেনসহ আরও অনেক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×