ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরাইলের গোপন অভিযানে তিন ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ২৩:২৫, ১১ জুন ২০২১

ইসরাইলের গোপন অভিযানে তিন ফিলিস্তিনী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ফিলিস্তিনীর দখলকৃত পশ্চিম তীরে ‘গোপন অভিযান’ চালিয়েছে ইসরাইলী বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) দুই গোয়েন্দা কর্মকর্তাসহ তিন ফিলিস্তিনী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে এই অভিযান চালায় ইসরাইলী গোয়েন্দা কর্মকর্তারা। খবর আল-জাজিরা অনলাইনের। ইসরাইলের দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কর্মীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলি হয় ইসরাইলী বাহিনীর। শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন ফিলিস্তিনী নিরাপত্তা কর্মকর্তারা। একপর্যায়ে ইসরাইলের নিরাপত্তা সদস্যদের দিকে গুলি ছোড়ে তারা। পাল্টা জবাব দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
×