ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনার কণা বাতাসে ভাসে

প্রকাশিত: ২৩:২৫, ১১ জুন ২০২১

করোনার কণা বাতাসে ভাসে

* হাঁচি কাশি বচন-বাচন, উচ্চস্বরে কথা বলা, গান করা সব কিছুতেই করোনা ছড়াতে পারে। সেই উপসংহারে উপনীত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সকল দেশের বিজ্ঞানীরা। * আগে ধারণা করা হচ্ছিল শুধু রোগীর হাঁচি-কাশির ফৎড়ঢ়ষবঃং (৫ মাইক্রোমিটারের বেশি বেড়ের) এর মাধ্যমে ১ মিটারের মধ্যে করোনা রোগের সংক্রমণ ঘটে। এ জন্যে মাস্ক পরতে বলা হচ্ছে। সোস্যাল ডিসট্যান্সের কথা বলা হচ্ছে। * কিন্তু এখন দেখা যাচ্ছে বাতাসে অবৎড়ংড়ষ-এর মাধ্যমেও করোনা ছড়াচ্ছে। অবৎড়ংড়ষ বলতে সূ² কণা বোঝায় (৫ মাইক্রোমিটারের চেয়ে কম বেড়ের। একটি চুলের বেড় যেখানে ৫০ মাইক্রোমিটার) * মানুষের বচন-বাচনে, গান করবার সময় সূ² সূ² মুখ নিঃসৃত কণা বাতাসে ভাসে এবং অনেক ক্ষণ ভেসে থাকতে পারে, দূরত্ব ১ মিটারের চেয়ে বেশি বৈকি। বিশেষ করে কোন আবদ্ধ স্থানে। বিশেষত হোটেল, রেস্তরাঁ, কোন সেমিনার, যেখানে অনেক মানুষ এক সঙ্গে আলাপ করছে। সারফেসে পরে থাকতে পারে অনেকক্ষণ। সেখান থেকেও সংক্রমিত করতে পারে। * ডঐঙ-এর গাইডলাইনের রণনীতি ও রণকৌশল একটু পরিবর্তন হবে বৈকি। * প্রায় একই কথা। মাস্ক, সামাজিক দূরত্ব, হাতধোয়া আরও একটু জোরে শোরে বলা আরকি। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলিফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×