ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয়ে কাজ করবে শাবি ও সিসিক

প্রকাশিত: ২৩:২৫, ১১ জুন ২০২১

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয়ে কাজ করবে শাবি ও সিসিক

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ নগরীতে ভ‚মিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয়ে একসঙ্গে কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বিশ্ববিদ্যালয়ের সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিইই) ও পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা এই কাজ করবেন। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এসব ভবন কতটুকু ঝুঁকিপূর্ণ- এ নিয়ে সিসিককে পরামর্শ দেবে শাবিপ্রবি। বৃহস্পতিবার পৃথক দুটি তদন্ত দল ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করেন। তাদের প্রতিবেদন পাওয়ার পর মার্কেট খোলা নিয়ে সিদ্ধান্ত নেবে সিসিক। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বিশেষজ্ঞ টিমের একটি দল বৃহস্পতিবার সকালে ও বিকেলে ঝুঁকিপূর্ণ মার্কেট পরিদর্শন করেন। তাদের দেয়া প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেবে সিসিক। শাবিপ্রবির বিশেষজ্ঞ টিম পরিদর্শনের পর তাদের নির্দেশনা পেলে খুলে দেয়া হবে ঝুঁকিপূর্ণ হিসেবে বন্ধ থাকা মার্কেট বা ভবন। জানা যায়, গত ২৯ মে কয়েক দফা ভ‚মিকম্প পরবর্তী সম্ভাব্য ঝুঁকি এড়াতে নগরের ৬টি মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। গত সোমবার সকাল থেকে বুধবার পর্যন্ত এ সকল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়।
×