ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

প্রকাশিত: ২৩:১২, ১১ জুন ২০২১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই জেলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে পঞ্চগড়ে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার ঝিনাইদহে বাস চাপায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পঞ্চগড় ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ট ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুবেল হোসেন (২০) ও স্বপন (১৮) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় সুজন আলী নামে আরও একজন আহত হয়েছেন। গুরুত্বর আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। নিহত পিকআপ চালক রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে ও নিহত স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে তেঁতুলিয়ার কালান্দিগঞ্জ এইচ.আর.এফ পেট্রোল পাম্পের একজন কর্মচারী বলে জানা গেছে। ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাস চাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত জামিরুল ইসলাম একই এলাকার বিনোদপুর গ্রামের বাসিন্দা।
×