ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় ॥ জীববিজ্ঞান মোঃ মাসুদ খান

মাধ্যমিকের প্রস্তুতি

প্রকাশিত: ২১:৪০, ১১ জুন ২০২১

মাধ্যমিকের প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। [email protected] অধ্যায় - ৬ জীবে পরিবহন জ্ঞানমূলক প্রশ্নোত্তর ০১। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি? উত্তর : ৯০% ০২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী? উত্তর : ইমবাইবিশন ০৩। কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়? উত্তর : সূর্যালোক ০৪। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য? উত্তর : ইমবাইবিশন ০৫। প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে? উত্তর : পানি ০৬। কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়? উত্তর : ইমবাইবিশন ০৭। ব্যাপন কাকে বলে? উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। ০৮। অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে? উত্তর : বৈষম্যভেদ্য পর্দা ০৯। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া? উত্তর : জৈব প্রক্রিয়া ১০। অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হয়? উত্তর : দ্রাবক ১১। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে? উত্তর : ব্যাপন ১২। ব্যাপন কোন চাপের ফলে ঘটে? উত্তর : ব্যাপন চাপ ১৩। জীবদেহের ভৌত ভিত্তি কী? উত্তর : প্রোটোপ্লাজম ১৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ঈঙ২ বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে? উত্তর : ব্যাপন ১৫। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর? উত্তর : অভিস্রবণ ১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে? উত্তর : প্রস্বেদন ১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে? উত্তর : দ্রাবক ১৮। উদ্ভিদের অভ্যন্তরে এককোষ হতে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়? উত্তর : অভিস্রবণ ১৯। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী? উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন ২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কী? উত্তর : ফ্লোয়েম ২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? উত্তর : সিভনল ২২। মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে? উত্তর : কোষান্তর অভিস্রবণ ২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেম করে? উত্তর : মূলরোমে ২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে? উত্তর : মূলের কর্টেক্সে ২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌছায়? উত্তর : অভিস্রবণ ২৬। ক্যালোজ কখন গলে যায়? উত্তর : গ্রীষ্মকালে ২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌছায কীসের মাধ্যমে? উত্তর : ভেসেল ২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে? উত্তর : ১টি ২৯। লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়? উত্তর : ১৯৩৭ সালে ৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে? উত্তর : ঘৃতকুমারী ৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়? উত্তর : সিভনল ৩৩। গধংড়হ ধহফ গধংশবষষ কত সালে তুলা গাছের কান্ড ফোয়েম পরীক্ষা করেন? উত্তর : ১৯২৮ সালে ৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে? উত্তর : পাতায় ৩৫। কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৩৬। স্যাফ্রোনিনের রং কী? উত্তর : লাল ৩৭। ফুইড অফ লাইম বলা হয় কাকে? উত্তর : পানিকে ৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়? উত্তর : প্রস্বেদন ৩৯। উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে? উত্তর : মূল ৪০। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? উত্তর : কার্টিস ৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? উত্তর : রক্ষীকোষ ৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল ৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সাথে মিশে? উত্তর : বায়ুকুঠুরি ৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত? উত্তর : ৩ ভাগে ৪৫। কোষরস কাকে বলে? উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে। ৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধে"র মাধ্যমে ঘটে? উত্তর : ৯০% ৪৭। কিউটিকল কাকে বলে? উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে। ৪৮। রক্তরসের রং কেমন? উত্তর : ঈষৎ হলুদাভ ৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস? উত্তর : ৫৫ ভাগ
×