ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুহাম্মদ সামাদ

কবি হাবীবুল্লাহ সিরাজী অগ্রজ প্রতিমেষু

প্রকাশিত: ২১:৩৫, ১১ জুন ২০২১

কবি হাবীবুল্লাহ সিরাজী অগ্রজ প্রতিমেষু

সৃষ্টির আনন্দ-বেদনায় ভরপুর তুমি একপ্রিয় কবি তোমার ভেতরে দেখি মানুষ ও প্রকৃতির একছবি; বুকে অপার বেদনা কাঁপে-মুখে নাচে মিষ্টিহাসি পথে পথে ভালোবেসে আমিও তোমার কাছে আসি। একরত্তি ভালোবাসা পেয়ে উড়ে গেছো মেঘের ওপারে; অবুঝ অবোধ তুমি-লাফিয়ে উঠেছ সবুজ পাহাড়ে। দীর্ঘ দিন তোমাকে দেখেছি- ঢাকায়, কলকাতায়, হলদিয়ায়, আগরতলায় আর শান্তি নিকেতনে মুখর কবিতা উৎসবে। নতুন কবিতা নিয়ে প্রিয় বাংলাদেশের সকল শহরে তুমি ছুটে গেছো সহোদর কবিদের কাছে; তুমি জানো-খালে-বিলে-ঝিলে খাঁটি ভালোবাসা আছে; এমন উচ্ছল হৃদয়ে তোমার কত যে বেদনা তুমি ও তোমার প্রণয়িনী ছাড়া কেউ তা জানে না। বঙ্গোপসাগর থেকে নীল তিমি দীর্ঘশ^াস ফেলে নোনাজলে-উথাল পাথারে। সুন্দরবন থেকে চিত্রল হরিণ কেঁদে ওঠে সুন্দরী ও জারুলের বনে রাতের আঁধারে। তুমি আছ ঘাসে গাছে অমল মানুষে-কান্না ও মমতা ভাত জল নুন ও মাটির প্রেমে ভাসে তোমার কবিতা।
×