ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘দ্রোহ’

প্রকাশিত: ২১:২৯, ১১ জুন ২০২১

বিশেষ নাটক ‘দ্রোহ’

স্টাফ রিপোর্টার ॥ টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ সজল ও অর্ষা। নিয়মিত নাটকের ব্যস্ততায় ডুবে আছেন তারা। জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন একটি নাটকে। নাম ‘দ্রোহ’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। রাজধানীর উত্তরায় নাটকের দৃশ্যায়ন হয়। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তানভীর, নুসরাত জান্নাত রুহী, কামরুল হাসান সরকার প্রমুখ। আজ শুক্রবার (১১ জুন) রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকটি পরিবেশনা করেছে ক্রাউন ক্রিয়েশন্স এ প্রসঙ্গে অর্ষা জনকণ্ঠকে বলেন, ‘নাটকে দেখা যাবে আমার পাঁ বছরের সংসার। মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ভুল বোঝাবুঝি হয় আমাদের মধ্যে। একটি নেকলেসকে কেন্দ্র করে আমাদের মধ্যে সন্দেহ নিয়ে নানানভাবে জামেলা শুরু হয়। যার শেষ পরিণতি গড়ায় ডিভোর্সের সিদ্ধান্তে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে। নির্মাতা অনিক বিশ্বাস বলেন, নাটকের গল্প দুটি কাপলের দাম্পত্য জীবনের কলহ, দ্বন্দ্ব এবং অকারণে সন্দেহ নিয়ে গড়ে উঠেছে। নেকলেস নিয়ে এক দম্পতির মধ্যে সন্দেহ এবং সেটা থেকে নানান ঝামেলা শুরু হয়। শেষ পরিণতি গড়ায় ডিভোর্সের সিদ্ধান্তে। তবে শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়, নাকি অন্য কিছু ঘটে? সেটাই চমক। গল্পে দারুণ একটি ম্যাসেজ আছে যা মানুষের দাম্পত্য জীবনের একটি বিশেষ দিক বর্ণিত হয়েছে।
×