ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শামীম জামানের ‘প্রিয়জন’

প্রকাশিত: ২১:২৮, ১১ জুন ২০২১

শামীম জামানের ‘প্রিয়জন’

স্টাফ রিপোর্টার ॥ একসময় গল্পনির্ভর ও জীবনঘনিষ্ঠ একক ও ধারাবাহিক নাটক ছিল অমর সৃষ্টি। পঁচাত্তর থেকে নব্বই এই সময়ে নাটকের স্ক্রিপ্ট ছিল খুবই শক্তিশালী; শিল্পীদের অভিনয় ছিল মানসম্মত। পুরো পরিবার নিয়ে প্রিয় শিল্পীর নাটক দেখার জন্য টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন বাংলা নাটকের দর্শকরা। সেই দৃশ্য এখন অতীত। প্রায়ই শুনতে হয় বাংলা সিনেমার মতো বাংলা নাটকও আইসিইউতে। রয়েছে ধারাবাহিকতা না থাকা ও সুড়সুড়ি দেয়ার অভিযোগ। ইদানীং তো স্ক্রিপ্ট ছাড়াই শুধু গল্প দিয়ে নাটক বানানোর ট্রেন্ড চালু হয়েছে। নেই কোনো বৈচিত্র্য। এর মাঝেও যে কিছু নির্মাতা ভালো নাটক নির্মাণ করে যাচ্ছেন। তার প্রমাণ জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান। নেই নেই হতাশার মাঝেও ৫০ জনের অধিক শিল্পী নিয়ে নির্মাণ করেছেন তারকাবহুল গল্পনির্ভর ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। এরই মধ্যে ৫০ পর্বের মাইলফলক স্পর্শ করেছে এই ধারাবাহিকটি। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে নাটকটি। আজ প্রচার হবে এর ৫৪তম পর্ব।
×