ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতীয় চলচ্চিত্রে বুদ্ধদার অবদান অপরিসীম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রকাশিত: ২১:২৮, ১১ জুন ২০২১

ভারতীয় চলচ্চিত্রে বুদ্ধদার অবদান অপরিসীম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সংস্কৃতি ডেস্ক ॥ ‘আর একজন ‘মাস্টার’ চলে গেলেন। বুদ্ধদেব দাশগুপ্ত। নিজেকে সৌভাগ্যবান মনে হয়। দু’বার বুদ্ধদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ফলে তার কাজ করার শৈলীর সঙ্গে পরিচিত আমি। একদম অন্যভাবে ভাবতেন। সেই অভিজ্ঞতা আমার সারা জীবনের সঙ্গী। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বুদ্ধদাকে কেবল বাংলা ছবির পরিচালক বললে কম বলা হবে। ভারতীয় চলচ্চিত্রে তার অপরিসীম অবদান রয়েছে। একইসঙ্গে সারাবিশ্বে তিনি সমাদৃত। ওনার সঙ্গে টরন্টোর মতো বিখ্যাত চলচ্চিত্র উৎসবগুলোতে গিয়ে দেখেছি, বাংলা ছবি বলতে তারা বুদ্ধদেব দাশগুপ্ত’র নাম উচ্চারণ করেন। তার ছবি নিয়ে দেশের বাইরে মানুষের প্রতিক্রিয়া দেখার সুযোগ পেয়েছি আমি। ছোটবেলা থেকে বুদ্ধদার ছবি দেখছি। তার দেশের, তার ভাষার মানুষ হিসেবে গর্ববোধ করি। শিক্ষক মানুষ ছিলেন বুদ্ধদা। কবিও ছিলেন তিনি। সব থেকে উল্লেখযোগ্য, তার মতো ভাল মানুষ আমি কম দেখেছি’- বুদ্ধদেব দাশগুপ্ত’র প্রয়াণে এ কথা বলেন ভারতের চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং কবি ও সাহিত্যিক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই। বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় সময় ভোর ৬টায় দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কেবল পরিচালনা নয়, সাহিত্য জগতেও সমানভাবে প্রসিদ্ধ ছিলেন।
×