ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায়...

প্রকাশিত: ২১:২৬, ১১ জুন ২০২১

বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায়...

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১০ জুন ॥ সোনারগাঁ পৌরসভার বৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ জুন শনিবার তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিসে আমাদের বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে পৌর এলাকার ১০ হাজার পরিবার ভোগান্তিতে পড়েছে। তিতাস কর্তৃপক্ষ আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ না দিলে মহাসড়ক অবরোধ ও তিতাস গ্যাসের জোনাল অফিস ঘেরাও করার ঘোষণাও দেন তারা। মানববন্ধনে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, ফজলে রাব্বী প্রমুখ।
×