ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনকণ্ঠে খবর প্রকাশের পর সহায়তা পেল মাসুম

প্রকাশিত: ২১:২৬, ১১ জুন ২০২১

জনকণ্ঠে খবর প্রকাশের পর সহায়তা পেল মাসুম

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১০ জুন ॥ সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের দুটি কিডনি বিকল হওয়ার সংবাদ বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠের ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে প্রকাশিত হয়। এ খবর পড়ে ছেলেটির চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল। বৃহস্পতিবার দুপুরে মাসুমের সহপাঠীদের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন তিনি। এ সময় একাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাসুমের পরিবার ও সহপাঠীরা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাসুমকে সুস্থ করে তুলতে এখনও প্রায় ২২ লাখ টাকার প্রয়োজন। সাহায্য পাঠানোর জন্য পূবালী ব্যাংক শাখা সুনামগঞ্জে এ্যাকাউন্ট খোলা হয়েছে- নম্বর ২২৮২১০১০৮৮১০৪। বিকাশ নম্বর- পার্সোনাল-০১৬২৬৬২৯৬০২। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। নগদ দিতে চাইলে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×