ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মনোযোগ ক্লাসে নয়, ফেসবুকে

প্রকাশিত: ২১:২৫, ১১ জুন ২০২১

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মনোযোগ ক্লাসে নয়, ফেসবুকে

সংবাদদাতা, রাজবাড়ী, ১০ জুন ॥ করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা এক বছরের বেশি সময় বন্ধ। শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সরকার অনলাইনে ক্লাস শুরু করে। তবে শিক্ষার্থীরা অনলাইনের ক্লাসের চেয়ে মনোযোগ ফেসবুক, ভাইবার, ইমু, টুইটারে। অনেক শিক্ষার্থী মোবাইল ও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এক বছরের বেশি সময়। তাই অলস সময় পার করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ঝিমিয়ে পড়েছে জেলার পাঁচটি স্কুলের শত শত শিক্ষার্থী। ঝিমিয়ে পড়েছে স্কুলের শিক্ষকরা। তবে সরকার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা চালু রাখতে অনলাইনে ক্লাস শুরু করে। সরকারী নির্দেশনা পেয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা অনলাইনে ক্লাস শুরু করেন। কিন্ত অনেক শিক্ষক অনলাইনে পারদর্শি না হওয়ার কারণে অনলাইনে ক্লাস নিতে সমস্যা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে। আবার অনেক শিক্ষক অনলাইনে ক্লাস নিতেও আগ্রহী নয়। গ্রামের অনেক দারিদ্র্য শিক্ষার্থীরা দরিদ্রতার কারণে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত মোবাইল খরচ ও নেট সমস্যার কারণে তারা ক্লাস করতে পারছে না। আবার যারা সব সুযোগ সুবিধা পাচ্ছে তারাও ফেসবুক, ভাইবার, ইমু, টুইটারে আসক্ত হয়ে পড়ছে। শিক্ষার্থীরা মাদকাসক্তও হয়ে পড়ছে। রাজবাড়ী জেলার সরেজমিন ২০টি স্কুল কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনি চিত্র জানা যায়। এক কলেজ শিক্ষার্থী বলেন, কোভিড-১৯ এর কারণে আমরা প্রায় দেড় বছর ঘর বন্দী।
×