ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবসরে গিয়েও বহাল তবিয়তে প্রধান শিক্ষক!

প্রকাশিত: ২১:২৪, ১১ জুন ২০২১

অবসরে গিয়েও বহাল তবিয়তে প্রধান শিক্ষক!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ জুন ॥ অবসরে গিয়েও বহাল তবিয়তে আছেন আমতলী উপজেলার পূর্ব চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন আর হুমায়ুন কবির। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ উপেক্ষা করে তিনি নিয়মবহির্ভূতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এমন অভিযোগ স্কুল শিক্ষক-কর্মচারীদের। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত তিনি অবসরে গিয়েও প্রধান শিক্ষক হিসেবে থাকতে পারবেন। মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ॥ বিচারের নামে ইউসুফিয়া রশিদিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসার হেফজ শাখার ছাত্র রবিউল ইসলাম (১২) নামে এক ছাত্রকে মাদ্রাসা সভাপতি ও এক শিক্ষক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা আহত ছাত্রকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে বুধবার রাতে। এ ঘটনায় বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা দুলাল ফকির। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক মাহবুব আলম ও সভাপতি আবুল চৌকিদার গা-ঢাকা দিয়েছেন।
×