ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় দরবার শরিফ থেকে হরিণ উদ্ধার

প্রকাশিত: ২১:২৪, ১১ জুন ২০২১

কুষ্টিয়ায় দরবার শরিফ থেকে হরিণ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফ থেকে দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। ওই স্থানীয় পীরের নামে মামলাও হয়েছে। ঘটনায় আটক হয়েছে একজন। অন্যদিকে সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদসহ বাপ-বেটা আটক হয়েছে। খরব স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুরের কল্যাণপুর চরদিয়াড় এলাকার কথিত তাছের পীরের দরবার শরিফ থেকে দুটি হরিণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজন আটক হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পীরের দরবার শরিফ থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় শের খান নামে দরবার শরিফের কথিত তাছের পীরের শ্যালককে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে কল্যাণপুর দরবার শরিফে অভিযান চালানো হয়। এ ঘটনায় দরবার শরিফের পীর তাছেরসহ দুজনের নামে মামলা দায়ের করেছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, কল্যাণপুর দরবার শরিফের ভেতরে অবৈধভাবে দুটি হরিণ আটক করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় দরবার শরিফের ভেতর থেকে হরিণ দুটি উদ্ধার করা হয় এবং আটক করা হয় শের খান নামের একজনকে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১৭ ধারায় কল্যাণপুর দরবার শরিফের পীর তাছেরসহ দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় শের খান গ্রেফতার হলেও পলাতক দেখানো হয়েছে দরবারের কথিত পীর তাছেরকে। হরিণের মাংস ও ফাঁদ ॥ সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে হরিণের মাংস ও ফাঁদসহ হানিফ মিস্ত্রি (৪৮) ও তার ছেলে মাসুম মিস্ত্রিকে (২৮) আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকালে ১২ কেজি হরিণের মাংস, ৩০০ ফুট ফাঁদ, একটি নৌকা, একটি ট্রলারসহ তাদের আটক করে বন বিভাগ। আটক বাপ-ছেলের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাছেড়া গ্রামে।
×