ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

প্রকাশিত: ২১:২০, ১১ জুন ২০২১

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শহরটির দমকল বিভাগ এ দুর্ঘটনার কথা জানিয়েছে। দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াওয়াদি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি রাজধানী নেপিডো থেকে পিউন ও লুইন শহরের দিকে যাচ্ছিল; মান্দালয়ের কাছে একটি স্টিলের কারখানা থেকে ৩০০ মিটার দূরে সেটি আছড়ে পড়ে। বিমানটির আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর ছয় সদস্যের পাশাপাশি কয়েকজন সন্ন্যাসীও ছিলেন, তারা একটি বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় অন্য গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স। বিমানটি যেখানে পড়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা, তা পরিষ্কার হয়নি। বিধ্বস্ত বিমানের চালক ও এক যাত্রী জীবিত আছেন এবং তাদেরকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে; একটি কমিউনিটি গ্রুপের পোস্টেও এ তথ্য জানানো হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল, তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।
×