ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএমই প্ল্যাটফর্ম চালু করল সিএসই

প্রকাশিত: ২১:০৬, ১১ জুন ২০২১

এসএমই প্ল্যাটফর্ম চালু করল সিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের অন্যান্য দেশের মতো বংলাদেশেও স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্ম পুঁজিবাজার তথা অর্থনীতিতে ভূমিকা রাখবে তা দীর্ঘদিনের প্রত্যাশা। এই প্রত্যাশার ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৭৭০তম সভায় নিয়ালকো এ্যালয়েস লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়। প্রথম অনুমোদন পাওয়া এসএমই কোম্পানি নিয়ালকো এ্যালয়েস লিমিটেডের লেনদেন শুরুর মাধ্যমে বৃহস্পতিবার উন্মোচিত হলো সিএসইর এসএমই প্ল্যাটফর্ম। এসএমই বোর্ড এ কোম্পানিটির প্রথম লেনদেনের সুযোগ করে দেয়ার মাধ্যমে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এসএমই প্ল্যাটফর্মের জন্য পুঁজিবাজারের ইতিহাসে স্থান করে নিল। সিএসই এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে এই নতুন কোম্পানিটির ট্রেডিং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম প্রধান অতিথি ছিলেন।
×