ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুটি ইভেন্টের ফাইনালে লড়বেন বাংলাদেশের তীরন্দাজরা

প্রকাশিত: ২০:২৭, ১০ জুন ২০২১

দুটি ইভেন্টের ফাইনালে লড়বেন বাংলাদেশের তীরন্দাজরা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত ২০২১ এশিয়া কাপ ওয়ার্ল্ড রাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ বাংলাদেশ আরচারি দল (বিকেএসপি) অংশগ্রহণ করেছে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রদীপ্ত চাকমা ৬-৪ সেট পয়েন্টে আসন্ন টোকিও অলিম্পিক গেমসে কোয়ালিফাই করা মালয়েশিয়ার আরচার খায়রুল আনোয়ারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এই খায়রুল ২০১৯ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত আরচারি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে বাংলাদেশের রোমান সানাকে হারিয়ে ফাইনালে উন্নীত হন এবং ফাইনালে খায়রুল রৌপ্যপদক অর্জন করেছিলেন। কোয়ার্টার ফাইনালে অবশ্য প্রদীপ্ত চাকমা ২-৬ সেট পয়েন্টে জাপানের ফুরুকাওয়া টাকাহারুর কাছে হেরে যান। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ (প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার) ০-৬ সেট পয়েন্টে জাপানের ফুরুকাওয়া টাকাহারু ও হায়াকাওয়া রেনের কাছে হেরে যান। কাল শুক্রবার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (শেখ সজিব ও পুস্পিতা জামান) ফাইনাল খেলবে। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কিম জংহো এবং চায়েওন)। এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালেও লড়বে বাংলাদেশ (শেখ সজিব, হিমু বাছাড় ও আসিফ মাহমুদ)। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার চোই ইয়ংহি, কাং দংহিঅন ও হিম জংহো)।
×