ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ জনকে আটক

প্রকাশিত: ১৫:৩৮, ১০ জুন ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ জনকে আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বংলাদেশে আসা-যাওয়ার সময় ৭ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সীমান্তের মাটিলা এলাকা দিয়ে ভারত থেকে আসার সময় ৪ জন ও কুসুমপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, যশোর জেলার শার্শা থানার মোঃ আরশাদ আলীর ছেলে মোঃ সোহেল রানা (১৮), একই জেলার ঝিকরগাছা থানার পদ্মপুকুর গ্র মৃত নজরুল ইসম এর ছেলে মোঃ আল আমিন (২৮), আল আমিনের স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (১৯), তার মেয়ে মোছাঃ হাবিবা (১ বছর ৫মাস)। এরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ে। এছাড়া সিরাজগঞ্জ জেলার শাহাজাতপুর থানার দাড়িয়াপুর গ্রামের মৃত হরিদাস মদকের ছেলে যতিন মদক (৭২), তার স্ত্রী কামনা মদক (৬০) এবং ছেলে লিখন মদক (৩২)। এরা সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে বারতে যাচ্ছিলেন। মহেশপুর বিজিবির উপ-পরিচালক মোহাম্মসদ নজরুল ইসলাম খান জানান, বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সবাইকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে। পরে তাদের মধ্যে ভারত থেকে আসা ৪ নজনকে মহেশপুর পৌর ম,হিলা কলেজে প্রাষ্ঠিানিক কোয়ারেন্টাইনে রাখ হয়েছে।
×