ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী মাসুমের চিকিৎসা সহায়তায় সুনামগঞ্জ চেম্বার সভাপতি

প্রকাশিত: ১৫:৩৮, ১০ জুন ২০২১

শিক্ষার্থী মাসুমের চিকিৎসা সহায়তায় সুনামগঞ্জ চেম্বার সভাপতি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের দুটি কিডনি বিকল হওয়ার সংবাদ দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এখব শুনে তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি খায়রুল হুদা চপল। বৃহস্পতিবার দুপুরে তার সহপাঠিদের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন চেম্বার সভাপতির সিএ ও ব্যক্তিগত সহকারী বিপ্লব তালুকদার ও অমিয় মৈত্র। এসময় উপস্থিত ছিলেন মাসুমে পরিবারের সদস্য ও স্থানীয় মিডিয়াপারশনরা। পরিবারের সদস্য ও সহপাঠিরা জানান, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র মাসুমের দুটি কিডনি বিকল হওয়ার সংবাদ শুনে চিকিৎসা সহায়তার হাত বাড়ানোয় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসুস্থ মাসুমের সহপাঠিদের এমন উদ্যোগের প্রশংসা করে পরিবারের পক্ষ থেকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। এসময় সুনামগঞ্জ সরকারী কলেজে অধ্যায়নরত আব্দুল্লাহ আল মাসুমের বন্ধু-সহপাঠিরা বলেন, মাসুমকে বাচাঁন, মাসুমকে বাচঁতে ও তাকে সুস্থ করে তুলতে ২২ লাখ টাকার প্রয়োজন। সে অত্যন্ত দরিদ্র পরিবারের একজন মেধারী ছাত্র। তার পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসাসেবা দিয়ে তাকে সুস্থ করে তোলা কোনভাবেই সম্ভব নয়। তাই তাকে সুস্থ করে তুলতে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের আরো বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করি। দু’টি কিডনি বিকল মাসুমের চিকিৎসার জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানরা সাহায্যের হাত প্রসারিত করলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে মনে করেন তার সহপাঠিরা।
×