ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেনা অর্ধশতাধিক এনজিও

প্রকাশিত: ১৫:২২, ১০ জুন ২০২১

স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেনা অর্ধশতাধিক এনজিও

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া ॥ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উখিয়ার রাজাপালং চার ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হলেও এই নির্দেশ মানছেনা কিছু সংখ্যক এনজিও। তারা গাড়ীতে গাদাগাদি করে বসে রোহিঙ্গা শিবিরে কর্মস্থলে যাচ্ছে প্রতিদিন। জরুরী সেবি কার্যক্রম স্টিকার দেখলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ওই গাড়ি সিগন্যাল দিচ্ছেনা। করোনা পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফে সময় বৃদ্ধি করে ১৩ জুন রাত ১২ টা পর্যন্ত রেড জোন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের এই নির্দেশনাকে উপেক্ষা করে রেডজোনের আওতায় ২,৫,৬ ও ৯নং ওয়ার্ডে অবস্থিত অফিস গুলোতে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে আসছে ইউনাইটেটপারপার্স, শেড, মুক্তি কক্সবাজার, ঢাকা আহসানিয়া মিশন, কোডেক, বিটা, গ্লোবাল ওয়ান, ওয়াল্ড ভিশন, জাগরনী চক্র ফাউন্ডেশন, অগ্রযাত্রা, এনআরসি, ব্র্যাক, প্রত্যাশী, প্লান, এনজিও ফোরাম, হেক্স, পালর্স বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, কনসার্ন ওয়াল্ড, ওয়াল্ড ওইয়েড কনসার্ন, কোষ্ট ট্রাষ্ট, হেলপ্ কক্সবাজার, গণউন্নয়ন কেন্দ্র, রিলিফ ইন্টারন্যাশনাল, ইপসাসহ অর্ধশত এনজিও-আইএনজিও। এসব এনজিও-আইএনজিওদের প্রায় ৫সহস্রাধিক কর্মী রয়েছে৷ তারা নিয়মিত যাতায়াত করছে রোহিঙ্গা শিবিরে। ইউএনএইচসিআর-এর অর্থায়নে পরিচালিত আইপিসিওরসও প্রকল্প সমন্বয়ক রফিকুল ইসলাম মুঠোফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা অফিস দেখার জন্য একটু খুলেছিলাম। একই কথা একাধিক এনজিও, আইএনজিও’র। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, রেডজোনের আওতাধীন এলাকায় শুধুমাত্র জরুরী সেবা কর্যক্রম পরিচালনা অনুমোদন আছে। যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, খাদ্য এবং জ্বালানী। এছাড়া যদি কোন এনজিও সরকারি নির্দেশিত আইন অমান্য ও তাদের কার্যক্রম পরিচালনা করে- তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
×