ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাঃ সাবিরা হত্যা ॥ পুলিশ চল্লিশোর্ধ এক ব্যক্তিকে খুঁজছে

প্রকাশিত: ০০:৪০, ১০ জুন ২০২১

ডাঃ সাবিরা হত্যা ॥ পুলিশ চল্লিশোর্ধ এক ব্যক্তিকে খুঁজছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগানে ডাঃ কাজী সাবিরা রহমান লিপি (৪৭) হত্যাকাণ্ডে পুলিশ চল্লিশোর্ধ এক ব্যক্তিকে খুঁজছে। শ্যাম বর্ণের ও শরীরের গঠন হাল্কা পাতলা ওই ব্যক্তি প্রায়ই সাবিরার ফ্ল্যাটে যাতায়াত করতেন। এদিকে ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জানান, ওই ভবনের নিরাপত্তা প্রহরী জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তির কোন সন্ধান নেই। পুলিশের বিভিন্ন সংস্থা তাকে হন্যে হয়ে খুঁজছে। মূলত ঘাতকরা নিহতের পূর্বপরিচিত-এটা পুলিশ নিশ্চিত। খুনী ফ্ল্যাটের সব তথ্যই জানত। কারণ খুনীরা সাবিরাকে প্রথমে পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ওই কক্ষে আগুন ধরিয়ে দেয়া হয়। এভাবে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করে খুনীরা পালিয়ে যায়। ঘটনার পর ওই ফ্ল্যাটে প্রবেশ দরজার সামনে যে দুটি সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গেছে তা ঘাতকের কিন, তা নিশ্চিত হওয়ার জন্য সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ডিবি সূত্র জানায়, ঘটনার পর সাবলেটে থাকা কানিজ সুবর্ণা এবং তার এক ছেলে বন্ধুকে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার রাতে পাশের কক্ষে কানিজের সঙ্গে রাত্রি যাপন করেছে ওই ছেলে বন্ধুটি। পাশাপাশি কক্ষে থাকলেও হত্যাকাণ্ডের ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি তারা। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা জানান, সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসকের ফোন কল যাচাই-বাছাই করা হচ্ছে।
×