ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বিজয়ী পাবেন ১ লাখ ডলার

প্রকাশিত: ০০:১৯, ১০ জুন ২০২১

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বিজয়ী পাবেন ১ লাখ ডলার

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের প্রথম পুরস্কার ১ লাখ মার্কিন ডলার জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা ও উদ্ভাবক হতে অনুপ্রাণিত এবং সম্পৃক্ত করা সম্ভব হয়েছে। অপরদিকে বিশ্বের কাছে বাংলাদেশকে উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য একটি সম্ভাবনময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। খবর ওয়েবসাইটের। বুধবার (৯ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-২০২১ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে ৭ হাজারের বেশি স্টার্টআপ বা ইনোভেটর অংশগ্রহণ করেন বলে প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের প্রথম পুরস্কার ১ লাখ মার্কিন ডলার। বিজয়ীদের যেন উদ্ভাবনী কাজে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে চিন্তা করতে না হয়। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০টি স্টার্টআপ নির্বাচিত হয়েছে। তাদের ১০ লাখ করে টাকা দেয়া হবে। তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক উল্লেখ করে তিনি বলেছেন, তথ্যপ্রযুক্তিতে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান, গবেষক, উদ্ভাবকদের সম্পৃক্ত করে স্টার্টআপ ইকোসিস্টেম ও এন্টারপ্রেনিয়র সাপ্লাইচেন তৈরির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করতে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাকিব, ই-ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মাদ রাসেল, ওয়ালটন ডিজিটেক নির্বাহী পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন।
×